মৌলভীবাজার প্রতিনিধি

  ২৯ আগস্ট, ২০১৮

সাইকেল নিয়ে বিশ্বের সর্বোচ্চ সড়কে রাজীব

বাইসাইকেল চালিয়ে কক্সবাজারের টেকনাফের শাহ্্ পরীর দ্বীপের সমুদ্রপৃষ্ঠের শূন্য ফিট থেকে বিশ্বের সবচেয়ে উঁচু যানবাহন চলাচলের রাস্তা খারদুংলা পাস পর্যন্ত সাইক্লিং করেছেন মৌলভীবাজারের রাজীব দে অনিক। ‘সি টু সামিট হিমালয়ান সাইকেল এক্সপেডিশন’ নামের এই বিস্ময়কর যাত্রা গত ১৭ জুন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির এই সদস্য সম্পন্ন করেন।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, বাইসাইকেল চালিয়ে দেশের ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। পরে ভারতের ৯টি প্রদেশ পশ্চিম বঙ্গ, বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, দিল্লি, চ-িগড়, পাঞ্জাব, হিমাচল ও জুম্মু কাশ্মির ঘুরে ৬১ দিনে ৫ হাজার ১১২ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে গত ১৭ আগস্ট পৌঁছে যান তাদের কাক্সিক্ষত গন্তব্য। বিশ্বের সবচেয়ে উঁচু যানবাহন চলাচলের রাস্তা খারদুংলা পাসে। যার উচ্চতা ১৮৩৮০ ফুট। দলগত ভাবে বাংলাদেশ থেকে এই বীরত্বপূর্ণ অর্জন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির রাজীব দে অনিক, গাজীপুর সাইকেল রাইডার্সের কাজী শরীফ ও জাহাঙ্গীরনগর সাইক্লিং ক্লাবের তোজ্জাম্মেল হোসেন মিলন প্রথম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close