মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ২৭ আগস্ট, ২০১৮

ঈদ পুনর্মিলনীতে মোঃ তাজুল ইসলাম এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশকে নিয়ে চিন্তাশীল বিশ্বে ১০ জন রাষ্ট্রনায়কের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। একদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র। সে লক্ষে কাজ করে চলছে শেখ হাসিনার সরকার। পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের পরের দিন গত বৃহস্পতিবার লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন আজকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, অর্থনীতির উন্নয়ন অগ্রগতি জানান দিচ্ছে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ আবদুল্লাহ তারেক ভূঁইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রাজীব কুমার সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আওয়ামী লীগ নেতা লায়ন গাজী গোলাম সারোয়ার, মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদ উল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক লায়ন ওসমান গণি ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন হারুন অর রশিদ, লাকসাম উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, নিজাম উদ্দিন শামীম, মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সহসভাপতি আবুল কালাম আজাদ, মো. আলিম উল্লাহ, আবদুল আজিজ, মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, আসাদুজ্জামান মাসুদ, অর্থ সম্পাদক রবিউল আলম, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শাহজালাল মিয়াজী, সদস্য হেলাল উদ্দিন, মো. মুন্নু, মো. শরীফ, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের কর্মী ও সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close