মৌলভীবাজার প্রতিনিধি

  ১৮ আগস্ট, ২০১৮

লোকালয়ে বনবিড়াল খাবারের সন্ধানে

মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে এসে ধরা পরেছে বিরল প্রজাতির বনবিড়াল। গতকাল শুক্রবার সকালে বনবিড়ালটিকে ফাঁদে ফেলে ধরেন ওই এলাকার লোকজন। এলাকাবাসী বনবিড়ালটিকে উদ্ধারের জন্য বনবিভাগকে খবর দিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ধৃত বনবিড়ালটি বেশ কিছুদিন ধরে বর্ষিজোড়া এলাকার খামারের মুরগি চুরি করে খাচ্ছিল। তাই তারা অতিষ্ঠ হয়ে ফাঁদ পেতে বনবিড়ালটিকে আটক করে। স্থানীয়রা ফাঁদ পেতে বনবিড়ালটিকে খাঁচায় বন্দি করে।

এ বিষয়ে আবু মুছা শামসুল মোহিত চৌধুরী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা জানান, এ ধরনের কোনো খবর এখনো পাইনি। খবর পেলে উদ্ধার করব।

বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close