শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৮ আগস্ট, ২০১৮

পাটুরিয়া ঘাটে তীব্র যানজট ঘরমুখোদের দুর্ভোগ চরমে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে যানবাহনের চাপ ও পদ্মা-যমুনা নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘœ হওয়ায় গতকাল শুক্রবার ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ৭ কিলোমিটার ব্যাপী ব্যক্তিগত গাড়ি, বাস ও কোচের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। বর্তমানে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু ফেরি মেরামতের জন্য ভাসমান কারখানা মধুমতিতে পড়ে আছে। এতে যানবাহন কম পারাপার হওয়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়। ঈদের আগে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না হলে পাটুরিয়া ঘাট এলাকায় যানজটের চরম দুর্ভোগেরও আশঙ্কা করছেন বিআইডব্লিউটির কর্তৃপক্ষ।

ঢাকার নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাক চালক স্বপন হোসেন জানান, গত বুধবার দুপুর দেড়টায় পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফেরি পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটেই পড়ে আছেন। কখন ফেরি পারাপার হতে পারবেন তাও জানেন না তিনি। গাবতলী থেকে ছেড়ে আসা বরিশালগামী বাস চালক বাতেন হোসেন জানান, গতকাল সকাল ৯টায় বাস ছেড়ে ১টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু পাটুরিয়া ঘাটে যানজটের কারণে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরি পারাপার হতে পারেননি সে। আরিচা অফিসের বিআইডব্লিউটি সূত্রে জানা যায়, এ নৌরুটে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দুই একদিনের মধ্যে আরো একটি ফেরি এ নৌবহরে যোগ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close