খুলনা বুরো

  ১৭ আগস্ট, ২০১৮

খুলনায় হারানো জাতীয় পরিচয়পত্র

মুদ্রণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

এবার হারানো জাতীয় পরিচয়পত্র আঞ্চলিক পর্যায়ে মুদ্রণ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। জনদুর্ভোগ ও সময় কমাতে কার্যক্রম বিকেন্দ্রীকরণের প্রাথমিক ধাপ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে কমিশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনেই বিভাগের ৮ জেলার নির্বাচন কর্মকর্তাদের হাতে খুলনায় মুদ্রণকৃত ১৬১টি হারানো জাতীয় পরিচয়পত্র তুলে দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। বিতরণকৃত জাতীয় পরিচয়পত্রের মধ্যে খুলনা জেলায় ৪৩টি, সাতক্ষীরা জেলায় ৬৮টি, কুষ্টিয়া জেলায় ১৫টি, মাগুরা জেলায় ৯টি, বাগেরহাট জেলায় ৬টি, ঝিনাইদহ জেলায় ৯টি, যশোর জেলায় ২টি এবং নড়াইল জেলায় ৯টি। স্ব স্ব জেলা নির্বাচন কর্মকর্তারা এসব পরিচয়পত্র গ্রহণ করেন। পরবর্তীতে তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ভোটারদের কাছে হারিয়ে যাওয়া পরিচয়পত্রগুলো হস্তান্তর করবেন। অনুষ্ঠানে কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম, যশোর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম, নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক, মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক, মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আহমেদ আলী, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবির উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার, দেবহাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা সেখ শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close