নিজস্ব প্রতিবেদক

  ১৭ আগস্ট, ২০১৮

বিএনপি প্রহসনের নির্বাচনে যাবে না

নজরুল ইসলাম

জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘অনেকেই আমাদের প্রশ্ন করেন, আপনারা নির্বাচনে যাবেন নাকি? আরে, আমরা যদি নির্বাচনে না-ই যেতে চাই, তাহলে আমরা কেন নিরপেক্ষ সরকারের দাবি করি?’ তিনি বলেন, নির্বাচনের নামে কোনো প্রহসনে অংশ নিতে রাজি নয় বিএনপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা)।

নজরুল ইসলাম খান বলেন, নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন কমিশনের পুনর্গঠন, নির্বাচনের সময় সেনা মোতায়েন- এসবই সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। এখন সরকার যে কায়দায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা এবং সিটি করপোরেশন নির্বাচন করছে, সেই কায়দায় নির্বাচন হলে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘তথ্যমন্ত্রী যে কাজটি করেন, সে জন্য তাকে জিয়া পরিবারের সমালোচনা-বিষয়কমন্ত্রী বলা উচিত। আমাদের মন্ত্রিসভায় এ পদটি নেই। সে কারণে তথ্যমন্ত্রী হিসেবে রেখে তাকে দিয়ে এ কাজগুলো করানো হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close