নিজস্ব প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০১৮

মাতৃজ্ঞানে ছাত্রদের মুক্তি দিন : এরশাদ

নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে পথে নেমে গ্রেফতার হওয়া ছাত্রদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারপ্রধানের প্রতি অনুরোধ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃজ্ঞানে শিক্ষার্থীদের মুক্তি দিয়ে মহানুভবতা দেখাবেন বলে আশা করছেন এরশাদ। তবে নিরাপদ সড়কের আন্দোলনকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে মায়ের সমান। তিনিও যথার্থ উপলব্ধি করে বলেছেন, আমাদের সন্তানরা আমাদের চোখ খুলে দিয়েছে। তিনি মাতৃজ্ঞানে কোনো কালবিলম্ব না করে ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। তার এই মহানুভবতাকে সম্মান দেখিয়ে হলেও গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া উচিত।’ সরকারের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিরাপদ সড়কের আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের জন্য সাধারণ ক্ষমার আবেদন জানিয়েছিলেন।

কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের ‘না’ বলে দেন। বিবৃতিতে এরশাদ বলেন, ‘এ দেশের সর্বস্তরের মানুষ এবং দলমত নির্বিশেষে যে ছাত্রদের অভিনন্দন জানিয়েছেÑ এখন তাদের মধ্যে আর কাউকে গ্রেফতার করে রাখা ঠিক হবে না।’

আন্দোলনকে ‘সফল এবং যৌক্তিক’ বর্ণনা করে এরশাদ বলেন, ‘আন্দোলনের মধ্যে কোথাও কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যেতেই পারে। যখন তাদের ঘরে এবং ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে- তখন তারা রাস্তা থেকে ফিরেও গেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close