মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি পারাপার বন্ধ

নাব্য সংকটে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান।

কবে নাগাদ ড্রেজিং শেষ করে ফেরি সার্ভিস সচল হবে তা বলা যাচ্ছে না বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে। তবে বিআইডব্লিউটিএ দাবি করছে ভাটার কারণে চ্যানেলে পানি কমে গেছে জোয়ার শুরু হলেই আবার পারাপার শুরু করা যাবে। আসন্ন ঈদুল আজহার আগে ফেরি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা খালেদ নেওয়াজ বলেন, ফেরি চলাচলের চ্যানেলে ৭ থেকে ৮ ফুট পানি থাকতে হয়। সেখানে পানি রয়েছে মাত্র ৫ ফুট। বিআইডব্লিউটিএ এই চ্যানেলে ড্রেজিং করছিল। তারপরও নাব্য সংকট থেকে যাওয়ায় বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ করতে হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close