ফরিদপুর প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০১৮

বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে আন্তরিক

এলজিআরডিমন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সব চেয়ে বেশি কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। যুগোপযোগী কর্মকান্ড বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে বিনামূল্যে প্রায় ৩৩ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার ফরিদপুরের বদরপুরে তার নিজ বাড়িতে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৪ ‘সর্বজনীন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জামাতা ও মন্ত্রীপুত্র খন্দকার মাশরুর হোসেন মিতু, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর প্রেস ক্লাব সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close