রাঙামাটি প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৮

‘আদিবাসীদের দাবি আদায়ের কাজ চলছে’

পার্বত্য রাঙামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, ‘আদিবাসীদের ন্যায্য দাবি আদায় করার জন্য কাজ করে যাচ্ছি। আশা করি, ক্রমেই সব অধিকারই আদায় হবে।’ গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ঊষাতন বলেন, ‘আদিবাসী নিয়ে বহু মত-দ্বিমত রয়েছে পার্বত্য চট্টগ্রামে। পৃথিবীর ৯০টি দেশে ৪০ কোটি আদিবাসী রয়েছে। আদিবাসীদের নিজস্ব আচার, সংস্কৃতি, বিচারব্যবস্থা, সামাজিক প্রথা, ভাষা, রীতিনীতি রয়েছে। কিন্তু তাদের ক্ষমতার মসনদ নেই। তাই তারা অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছে। এ দেশের কিছু দোসর ৭৫-এর ১৫ আগস্ট জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করেছে।’ এই সংসদ সদস্য আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আদিবাসীদের বাদ দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা যদি বাংলাদেশি হিসেবে সব বৈষম্য দূর করে কাজ করি, তাহলে বাংলাদেশের উন্নতি কেউই ঠেকিয়ে রাখতে পারবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close