আদালত প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০১৮

শিশু সামি হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

রাজধানীর দারুস সালাম থানায় শিশু সালমান সামি হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এরা হলেন মো. রাকিব, মো. সৈকত খান ও মো. জানে আলম। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ দেবনাথ ও সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন জহিরুল হক। ২০১৩ সালের ৮ জানুয়ারি রাজধানীর দারুস সালাম থানায় শিশু সালমান সামি হত্যা মামলায় মো. রাকিব, মো. সৈকত খান ও মো. জানে আলম নামের তিনজনকে মৃত্যুদ-ের রায় দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহের হোসেন এ আদেশ দেন। এ ছাড়া মামলার অপর আসামি পারভেজ চৌধুরীকে হত্যা মামলা থেকে খালাস দেওয়া হয়।

২০১১ সালের ২৭ মে শিশু সালমান সামিকে পেয়ারা খাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। পরে তারা শিশুটির লাশ কাউন্দিয়া খালে ফেলে দেয়। এ ঘটনায় শিশু সামির বাবা মো. হোসেন দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close