নিজস্ব প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০১৮

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা কাল থেকে

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। ইতোমধ্যে এই পরীক্ষার আসনবিন্যাস নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সিদ্ধান্ত অনুসারে ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের আবশ্যিক এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, ‘যথাসময়ে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। এটি পেছানোর কোনো সম্ভাবনা নেই। আমরা বুধবার এ পরীক্ষা শুরুর সব প্রস্তুতি নিয়েছি।’

গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। তারা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist