নিজস্ব প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০১৮

বঙ্গমাতা স্বর্ণপদক বৃত্তি প্রদান ও স্মারক বক্তৃতা ৮ আগস্ট

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বর্ণপদক, বৃত্তি প্রদান, স্মারক বক্তৃতা ও আলোচনা সভা আগামীকাল বুধবার হবে। বঙ্গমাতার ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। বুধবার বিকেল ৫টায় হল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মারক বক্তব্য দেবেন কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করবেন হলের প্রাধ্যক্ষ ড. জাকিয়া পারভীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist