কক্সবাজার প্রতিনিধি

  ৩০ জুলাই, ২০১৮

কক্সবাজারে পাহাড়ি ভূমিতে ফাটল বসতবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরতলীর ঝিংলজা লিংক রোডের মুহুরীপাড়ায় ভয়াবহ পাহাড় ধসের কারণে পাশের ৫ একর পাহাড়ি ভূমিতে ভয়াবহ ফাটল সৃষ্টি হয়েছে। এতে ১০টি বসতবাড়িসহ দুই দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির কবলে পড়েছে আরো ১৫টি পরিবার। তবে সেখানবার অর্ধ-শতাধিক ঝুঁকিপূর্ণ বাড়ি-ঘর সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এসব বসতি সরিয়ে নেওয়া হয়। কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান জানান কক্সবাজারের শহরের লিংক রোডের মুহুরীপাড়ার বিসিক শিল্প এলাকার দক্ষিণ পাশে দেড় শ ফুট উঁচু একটি পাহাড় আকস্মিক ধসে পড়ে। পাহাড় ধসের কারণে দুইটি দোকান ও ১০টি বসতবাড়ি ভেঙে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান জানান, বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সকালে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আলী কবির জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। প্রায় ৫ একরের দেড় শ ফুট উঁচু পাহাড়টির কিছু অংশ কেটে ফেলে স্থানীয়রা। এতে বৃষ্টির পানি সহজে পাহাড়ের মাটির ভেতর ঢুকে পড়ায় পাহাড়টি ধসে পড়ে। পাহাড়ের আরো কিছু কিছু অংশে ফাটল ধরেছে। এ ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কে রয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার। তবে যাতে মানুষের জান-মালের ক্ষতি না হয় সে জন্য প্রশাসনের সহযোগিতায় কাজ চলছে বলে জানান তিনি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি আবদুর রহমান বলেন, অতিবৃষ্টিতে ধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিতে থাকা বসতি সরিয়ে নেওয়া হয়েছে। এই জেলা প্রশাসনের ১২ টিম কাজ করছে। খোলা হয়েছে ১২ টি আশ্রয় কেন্দ্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist