নিজস্ব প্রতিনিধি

  ২৯ জুলাই, ২০১৮

কৃষিঋণের মামলা প্রত্যাহার দাবি

১ লাখ ৬৮ হাজার ১৭৫ জন কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা প্রত্যাহর ও ঋণ মওকুফের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক মজদুর পার্টির উদ্যোগে এ গণজমায়েত হয়েছে। এই গণজমায়েতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম। বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কমরেড আলী হোসেন, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজ মাস্টার, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি আবদুল জলিল, জাসদ নেতা হুমায়ুন কবির ও স্বাধীনতা পার্টির হুমায়ুন মজিব।

বক্তারা বলেন, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হয় না। অথচ যে কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশকে বাঁচিয়ে রাখে সেই কৃষকের নামে সার্টিফিকেট মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কৃষকদের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার ও কৃষি ঋণ মওকুফ করে দিতে হবে। অন্যথায় কৃষকদের নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist