নিজস্ব প্রতিবেদক

  ২৭ জুলাই, ২০১৮

দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় হওয়ার খেসারত

দুর্নীতির প্রতিকারে সক্রিয় হওয়ায় পাঁচ বছর ধরে ঝুলন্ত থাকার পর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আজিজুল ইসলাম তালুকদারের নিয়োগ অনুমোদিত হয়েছে। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির (এইচএলআইসি) এই ভুক্তভোগীর কাহিনি এখন দেশের বীমাশিল্প মহলের আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। সূত্র জানায়, আজিজুল ইসলাম তালুকদারকে ২০১০ সালের ২৪ মে সিইও পদে নিয়োগ তিন বছরের জন্য অনুমোদন দেয় কন্ট্রোলার অব ইন্স্যুরেন্স। নিয়োগ পেয়ে তিনি কোম্পানির অনিয়ম ও দুর্নীতি দূরীকরণে কঠোর পদক্ষেপ নেন। এতে দিন দিন কোম্পানির বিনিয়োগ বাড়তে থাকে। সাত বছরে বিনিয়োগ প্রবৃদ্ধি ঘটে ২৪০.৩৩ শতাংশ। তখন স্বার্থান্বেষীরা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) একটি চক্রকে হাত করে তালুকদারের দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের নিয়োগ রুখে দিতে সচেষ্ট হয়। নানা ছলছুতোয় আইডিআরএ তাকে হয়রানি করতে থাকে। এভাবে ৫ বছর চলে যায়। অবশেষে আইডিআরএর নতুন চেয়ারম্যান একটি কমিটি করে খুঁটিনাটি বিষয়গুলো মূল্যায়নের নির্দেশ দেন। এতে আজিজুল ইসলাম তালুকদারের অহেতুক হয়রানির অবসান ঘটে। সিইও পদে তার নিয়োগ ২০১৯ সালের ২৩ মে পর্যন্ত অনুমোদন করে আইডিআরএ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist