নিজস্ব প্রতিবেদক

  ২২ জুলাই, ২০১৮

৯২ ফ্লাইটে সৌদি গেছেন ৩৩ হাজার হজযাত্রী

হজ পালনের উদ্দেশে গত সাত দিনে ৯২টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৩৩ হাজার ৩৪৩ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৭৬৭ জন ও সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ফ্লাইটে ১৬ হাজার ৫৭৬ জন হজযাত্রী গেছেন।

গতকাল শনিবার হজ যাত্রার অষ্টম দিনে বাংলাদেশ থেকে ১০টি হজ ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট। দুপুর ২টা পর্যন্ত ৩টি ফ্লাইট যথা সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বাকি ফ্লাইটগুলোও যথা সময়ে ছেড়ে যাবে বলে আশা করছেন হজ কর্তৃপক্ষ। হজ অফিসের সূত্র বলছে, এখন পর্যন্ত ৬৭ হাজার ৪৫২ জনের ভিসা পাওয়া গেছে। এর মধ্যে সরকারি ভিসা ৬ হাজার ৪২৭টি ও বেসরকারি ভিসা ৬১ হাজার ২৫টি। আর ভিসার জন্য ডিও ইস্যু করা হয়েছে ৭১ হাজার। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist