ঝিনাইদহ প্রতিনিধি

  ২০ জুলাই, ২০১৮

ঝিনাইদহে সংস্কৃতিমন্ত্রী

শিক্ষার্থীদের স্বাধীনতার ইতিহাস জানাতে হবে

সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। একটি দল স্বাধীনতার ঘোষণা সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছে। ওদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ট হামিদুর রহমান ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু পাঠচক্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন, বীরশ্রেষ্ট হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, জেলা তাতী লীগের সহ-সভাপতি আসাদুল ইসলাম ম-লসহ আওয়ামী লীগের নেতারা।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণাপত্র পাঠ করেছিলেন তার ক্ষমতা ছিল চারিদিকে মাত্র ১০ মাইল। আসলে স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশবিরোধী বিএনপি ও জামায়াতকে শক্তিকে প্রতিহত করতে হবে। আগামী প্রজন্মকে জানাতে হবে স্বাধীনতার সঠিক ইতিহাস। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতার ইতিহাস সংবলিত কুইজ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু পাঠচক্র’ এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist