নাটোর প্রতিনিধি

  ২০ জুলাই, ২০১৮

নাটোরে জেএমবির তিন সদস্য আটক

নাটোর থেকে তিন জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় বেশ কিছু সাংগঠনিক ও জিহাদি বই উদ্ধার করা হয়। গত বুধবার রাত ২টার দিকে সদর উপজলোর রুইয়েরভাগ গ্রামের একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর নাটোর সিপিসি-২ ক্যাম্প কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে আটকদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আটকরা হলো নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের আমির হোসেনের ছেলে আমজাদ হোসেন ও লালপুর উপজেলার চৌষাডাঙ্গা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে জহির উদ্দিন।

র‌্যাব-৫-এর নাটোর সিপিসি-২-এর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪ জেএমবি সদস্যকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী, র‌্যাব সদস্যরা গত বুধবার রাত ২টার দিকে নাটোর সদর উপজলোর রুইয়েরভাগ গ্রামে অভিযান চালায়। পরে সেখানকার একটি আম বাগানের প্রহরীর কক্ষ থেকে মিটিং চলাকালে জেএমবির সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও জহির উদ্দিনকে আটক করা হয়। এ সময় আরো ১০-১২ জন পালিয়ে যায়। এ সময় ‘নাস্তিক দর্শন’, ‘অবমাননার শাস্তি’, ‘আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন’ প্রভৃতি বইসহ বেশ কিছু সাংগঠনিক ও জিহাদি বই উদ্ধার করা হয়। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, রাজশাহী কারাগারে আটক জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে এই তিন জেএমবি সদস্য অনুপ্রেরণা পায়। পরে নাটোর অঞ্চলে তারা সক্রিয় অবস্থান তৈরি করার চেষ্টা করছিল। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist