জাবি প্রতিনিধি

  ২০ জুলাই, ২০১৮

জাবিতে ৫০০ লিটার ‘ভেজাল’ মবিল জব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসে ‘মেসার্স সিকদার অয়েল সাপ্লায়ার্স’ নামের একটি প্রতিষ্ঠানের সরবরাহ করা ৫০০ লিটার ‘ভেজাল’ মবিল জব্দ করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস কর্তৃপক্ষ। গত বুধবার পরিবহন অফিসের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক খন্দকার লুৎফুল ইলাহীর নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এসব মবিল জব্দ করেন। গতকাল বৃহস্পতিবার খন্দকার লুৎফুল ইলাহী সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, গত বছর ‘মেসার্স সিকদার অয়েল সাপ্লায়ার্স’ নামের প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য মবিল সরবরাহের জন্য টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এ বছরের ৭ই মার্চ প্রথম কিস্তির মবিল সরবরাহ করে। গত ১২ জুলাই পরিবহন অফিস থেকে দ্বিতীয় কিস্তিতে ৫০০ লিটার মবিল চাওয়া হয়। এর সর্বমোট আর্থিক মূল্য ১৮১৮২০ টাকা। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার প্রতিষ্ঠানটি মবিল পাঠালে তাদের মবিলের মান নিয়ে সন্দেহ তৈরি হয়। তখন পরিবহন অফিসের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষকের নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা একই কোম্পানির অন্য মবিলের সঙ্গে মিলিয়ে যাচাই করে এটাকে ভেজাল মবিল হিসেবে চিহ্নিত করেন। পরে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের এ বিষয়ে অবহিত করে পরিবহন অফিসে আসতে বললেও তারা আসেনি।

পরিবহন অফিসের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক খন্দকার লুৎফুল ইলাহী বলেন, আমি পরিবহন অফিসের দায়িত্বে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার আছি। এরই ধারাবাহিকতায় আমরা এই ৫০০ লিটার ভেজাল মবিল জব্দ করেছি।

এ বিষয়ে মেসার্স সিকদার অয়েল সাপ্লায়ার্সে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা (নিজেকে জামাল পরিচয়ে) বলেন, আমাদের কাছে পরিবহন অফিস থেকে কিছু জানানো হয়নি। আমরা ভালো মবিল পাঠিয়েছি তবে আমাদের বেকায়দায় ফেলতে ক্যাম্পাসের ভেতর থেকে স্থানীয়রা আমার ড্রাইভারকে মারধর করে মবিল চেঞ্জ করে দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist