আদালত প্রতিবেদক

  ১৭ জুলাই, ২০১৮

কাকরাইলে মা-ছেলে হত্যার চার্জশিটে বাদীর আপত্তি

কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে আপত্তি দাখিল করেছেন মামলার বাদী। বাদী ও নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী গতকাল সোমবার চার্জশিটের বিরুদ্ধে নারাজি দাখিল করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম আগামী ৬ আগস্ট নারাজির বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার ইনসপেক্টর (নিরস্ত্র) মো. আলী হোসেন নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনিকে অভিযুক্ত করে চার্জশিটটি দাখিল করেন।

গত বছরের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলে ৭৯/এ নম্বর বাড়িতে গলা কেটে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (১৮) হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে গত ২ নভেম্বর একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আবদুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist