নিজস্ব প্রতিবেদক

  ১৬ জুলাই, ২০১৮

শাহজালালে ২০ লাখ টাকা মূল্যের সিগারেট, স্বর্ণ ও ক্রিম জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ লাখ টাকার সমমূল্যের বিপুল সংখ্যক আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট, স্বর্ণ, মোবাইল ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। গতকাল রোববার সকালে এসব পণ্য জব্দ করা হয়।

সিআইআইডির মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বলেন, গতকাল রোববার সকালে দুবাই থেকে ৯ ডব্লিউ ৫১৭ ফ্লাইটে ঢাকায় আসেন ওমর ফারুক নামের এক যাত্রী। পরে ৬ নাম্বার বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা দুটি লাগেজ খুলে ৫০টি কার্টনে থাকা ১০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি ডানহিল ব্র্যান্ডের সিগারেট ও পাঁচটি মোবাইল, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার ও ১৩ কেজি আমদানি নিষিদ্ধ গোরি ক্রিম জব্দ করা হয়। সিগারেটের প্যাকেটে ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছিল না। কিন্তু লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিআইআইডির মহাপরিচালক জানান, সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোরি ক্রিম পাকিস্তান থেকে আমদানি করা হয়। এই ক্রিমে অতিরিক্ত মার্কারি থাকায় বিএসটিআইর মান নিয়ন্ত্রণ পরীক্ষায় এটি ব্যর্থ হওয়ায় বিভিন্ন কাস্টমস হাউসে উক্ত ক্রিম আটক করা হয়। তাই চোরাচালানের উদ্দেশে এই ক্রিমগুলো আনা হয়েছে বলে যাত্রী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পণ্যের শুল্ককরসহ জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist