ইবি প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০১৮

ইবির দশ বিভাগে ৩৭ শিক্ষক নিয়োগ

ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ১০টি বিভাগে ৩৭ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ^বিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ। বিশ^বিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরীর সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভা হয়। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ, সম্প্রতি একনেক ও শিক্ষা মন্ত্রণলায়ে পাস হওয়া ৫০০ কোটি টাকার মেগা প্রজেক্ট ও অর্গানোগ্রাম পর্যালচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের নতুন সাতটি বিভাগে ৪ জন করে ও তিনটি বিভাগে ৯ জন শিক্ষক এবং আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ দেওয়ার জন্য। এরপরও যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে প্রশাসন সে ব্যাপারে ব্যবস্থা নেবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist