নিজস্ব প্রতিবেদক

  ১১ জুলাই, ২০১৮

সচিবকে দিয়ে ইসি চালাচ্ছে সরকার : ফখরুল

সচিবকে দিয়ে সরকার নির্বাচন কমিশনকে চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। নির্বাচন কমিশন তৈরি করেছেন একটা। এটা তৈরি করার চেয়ে না করা ভালো ছিল, বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’র উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অক্টোবরের মধ্যে ভোটার তালিকা সিডি প্রস্তুত ও মুদ্রণ শেষে উপযুক্ত সময়ে একাদশ সংসদ নির্বাচনের তফসিলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মঙ্গলবারই জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ফখরুল বলেন, একজন সচিবকে দিয়ে আপনারা (সরকার) নির্বাচন কমিশন চালান হেলালুদ্দীন সাহেব। আমি সরি, সাধারণত নাম বলি না। উনি সচিবালয় থেকে এসেছেন এখানে (নির্বাচন কমিশন), বিশেষভাবে তাকে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তার কাজ হচ্ছে.. এগুলো শুনেছি আমরা, এগুলো শোনা কথা, সত্য কি মিথ্যা, তা বলতে পারব না। কিন্তু যে কথা শোনা যায়, তিনি নির্বাচন কমিশনে অফিস করেন ৪টা পর্যন্ত। তারপর চলে যান কোনো একটা বিশেষ দলের বিশেষ কার্যালয়ে। সেখানে তাদের দলের নির্বাচনের সমস্ত পরিকল্পনা তৈরি হয়। যেটার প্রধান হচ্ছেন এইচ টি ইমাম সাহেব। ইসির স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে আগে থেকে অভিযোগ করে আসছে বিএনপি। জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, ইসির কাজে সরকার কোনো হস্তক্ষেপ করছে না।

কারাবন্দী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভায় ফখরুল বলেন, দলীয় চেয়ারপারসনকে কারাগারে রেখে সংসদ নির্বাচনে যাবেন না তারা। ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং ডাকসুর সাবেক এ জি এস নাজিমউদ্দিন আলমের পরিচালনায় আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, খোন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ মনি, আসাদুর রহমান খান, হাবিবুল ইসলাম হাবিব বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist