রংপুর ব্যুরো

  ১১ জুলাই, ২০১৮

রংপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু চলতি মাসেই

রংপুর মেট্রোপলিটন পুলিশের চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে। ৫১৭ দশমিক ৩ বর্গ কিলোমিটার আয়তনের এলাকায় ছয়টি থানার মাধ্যমে কাজ করবে মেট্রো পুলিশ। থানাগুলো হচ্ছেÑ কোতোয়ালি, পরশুরাম, হাজীরহাট, মাহিগঞ্জ, হারাগাছ ও তাজহাট। সিটি এলাকা ছাড়াও সদর, মিঠাপুকুর, বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগাছার অংশবিশেষ নিয়ে আরএমপির এলাকা বিস্তৃত করা হয়েছে। সূত্র জানায়, মেট্রোপলিটন এলাকায় জনবল থাকবে ১ হাজার ১৮৫ জন জনবল। এর মধ্যে একজন পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার। দুইজন উপ-পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ কমশিনার, ১২ জন সহকারী পুলিশ কমিশনার, ২০ জন ইন্সপেক্টর, ১২০ জন সাব-ইন্সপেক্টর, ১০ জন সার্জন, ১৫০ জন এএসআই, ১০ জন নায়েক, ৭০ জন এটিএসআই, ৭৫০ জন কনস্টেবল এবং অন্যান্য পদে (নন-পুলিশ) ৩৩ জন। এ ছাড়াও থাকবে ১০টি পুলিশ ফাঁড়ি ও আটটি পুলিশ বক্স । ১২৩টি যানবাহন থাকবে। গত ১২ এপ্রিল জাতীয় সংসদে রংপুর মেট্রোপলিন পুলিশ বিল-২০১৮ পাস হয়েছিল।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের জন্য (আরএমপি) ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার হিসেবে কাজী মোত্তাকি ইবনু মিনান ও মহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই কমিশনারও নিয়োগ দেওয়া হবে। নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির দ্বিতীয় তলায় অতিরিক্ত পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারগণ বসছেন। আপাতত সেখান থেকেই মেট্রোপলিটন পুলিশের প্রস্তুতি কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist