নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৮

শ্রমজীবী নারীদের ৯তলা হোস্টেল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমজীবী নারীদের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক হোস্টেল। গতকাল শনিবার বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় ৯ তলা বিশিষ্ট এ হোস্টেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। আধুনিক এই ভবন শূন্য দশমিক ৫৫ একর জমির ওপর প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এতে ৭০০ জন শ্রমজীবী নারী বসবাস করতে পারবেন। ২০২০ সালের মধ্যে এই বহুতল ভবন নির্মাণ কাজ শেষ হবে সংস্থাটি আশা প্রকাশ করছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গত কয়েক বছরের বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করেন। পরে তিনি বন্দরের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ময়মনসিংহপট্টি এলাকায় জেলা শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist