মৌলভীবাজার প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৮

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মৌলভীবাজারে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ছাড়া মাদারীপুরে ট্রাক-অটোভ্যানোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মৌলভীবাজারের দুর্ঘটনায় নিহত ও আহতরা হলেন সদর, শেরপুর ও সরকারবাজার এলাকার বাসিন্দা। নিহতরা হলেন শাহানা বেগম (২৮), শাহাদাত তালুকদার (২১), নাহিদ আহমদ (২৬), লায়েক আহমদ (৩০), সায়েম আহমদ (১৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৮)। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম জানা যায়নি। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গতকাল শনিবার বিকেলে সিলেটগামী প্রাইভেট কার ও মৌলভীবাজারগামী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুইজন সিএনজি অটোরিকশাযাত্রী মারা যায়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো চারজন মারা যায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

মাদারীপুরে সড়কে নিহত ১, আহত ৩ : মাদারীপুর জেলা প্রতিনিধি জানায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে ৩নং ব্রিজ এলাকায় গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ঘটে ইট ভর্তি ট্রাকের সঙ্গে অটোভ্যানের (ব্যাটারি চালিত) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যান চালক ফিরুজ ঘরামী (৪৫) নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা আরো তিন যাত্রী আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিবচর থেকে ছেড়ে আসা একটি ইটবোঝাই পিকআপ ভ্যান খোয়াজপুরে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি সদর উপজেলার ৩নং ব্রিজ এলাকায় এলে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী আটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আটোভ্যানের চালক ফিরুজ ঘরামী। এ সময় আহত হয় আরো তিনজন যাত্রী। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ভ্যান চালক চর কালিকাপুর এলাকার মৃত রায়হান ঘরামীর ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist