পঞ্চগড় প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৮

বললেন মুনতাসির মামুন

বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস অনেকে এখনো জানেন না

ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেছেন, বঙ্গবন্ধু কীভাবে স্বাধীনতা এনেছিলেন এ সম্পর্কে বিস্তারিত জানেন না এই দেশের অধিকাংশ মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম থেকে উঠে এসে কোটি মানুষের নেতা হয়েছিলেন। এ জন্য তিনি যে মেধা ও কৌশল অবলম্বন করেছিলেন আজকের দিনে সেটা দৃষ্টান্ত। আমাদের পরের প্রজন্ম যারা নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধুর জীবনের এই প্রেক্ষাপটটি ভালো করে জানা দরকার। বঙ্গবন্ধু প্রথমত দেশকে ভালোবেসেছিলেন, দ্বিতীয়ত এবং শেষ পর্যন্ত তিনি দেশকে ভালোবেসে ছিলেন।

পঞ্চগড় ইতিহাস সম্মিলনী কেন্দ্রের আয়োজনে গতকাল শনিবার দুপুরে পঞ্চম জনবক্তৃতায় এসব কথা বলেন তিনি। পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয় সিন্ধু তালুকদার, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রের যুগ্ম সম্পাদক চৌধুরী শহীদ কাদের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist