মৌলভীবাজার প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০১৮

ঘুষ গ্রহণের সময় রেলওয়ে কর্মকর্তা হাতেনাতে আটক

ঘুষের টাকা গ্রহণকালে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া সেকশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) মোহাম্মদ এরফানুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা ৮টায় কুলাউড়া রেল স্টেশনের স্টেশন মাস্টারের রুমে রেলওয়ের এক কর্মচারীর কাছ থেকে ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়। এরফান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামের আবদুল লতিফের ছেলে।

দুদক সূত্র জানায়, এরফানুর রহমান গত ৫ বছর আগে কাজে যোগ দেন। যোগ দিয়েই শুরু করেন ঘুষ বাণিজ্য। অধীনস্ত কর্মচারীর কাছ থেকে বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে ঘুষ আদায় করতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় অধীনস্ত রেলের ওয়েম্যান আবুল হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করছিলেন। এ সময় দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় সাহা নেতেৃত্বে ৫ সদস্যের একটি দল গোপন সংবাদে সেখানে গিয়ে তাকে ঘুষের ১০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে।

দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় সাহা জানান, এরফানকে কুলাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist