হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০১৮

ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশে বাধা

শুল্ক জটিলতার কারণে হিলি স্থলবন্দরে ২৮ দিন ধরে আটকা পড়ে আছে সাড়ে ৭ হাজার টন চাল। এদিকে আমদানিকারকরা ভারতীয় চাল ট্রাক থেকে খালাস না করায় দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন ভারতীয় ট্রাকচালকসহ তাদের সহযোগী খালাসিরা (হেলপাররা)।

আটকে পড়া চাল খালাস না হওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো হিলি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না ভারতীয় ট্রাকচালক ও তাদের সহযোগী খালাসিরা। তারা সীমান্তের চেকপোস্ট এসে প্রতিবাদ জানিয়ে সকাল থেকে সকল প্রকার পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের চাল খালাস করা না হবে, ততক্ষণ আমদানি বন্ধ রাখবে জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার সকালে শত শত ট্রাকচালক ও খালাসি বন্দরের পানামা পোর্টে বিক্ষোভ করেন। ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকগুলো প্রবেশ বন্ধ করে দেয়। মঙ্গলবার তাদের চাল খালাস করা হবেÑ এমন আশ্বাসে গত সোমবার দুপুরে আন্দোলনকারীরা ৩ ঘণ্টা পণ্য আমদানি বন্ধ করে রাখলেও পরে তা প্রত্যাহার করে নেয়। তাদের দাবি, ২৮ দিন ধরে চাল খালাস না হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে আছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist