নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুলাই, ২০১৮

ডিএমপির ট্রাফিক অভিযান

একদিনে ৩ হাজার মামলা : ২০ লাখ টাকা জরিমানা

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত সোমবার দিনভর এ অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানের সময় ২ হাজার ৮৩৬টি মামলা ও ১৯ লাখ ৯২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৬টি গাড়ি ডাম্পিং ও ৬৭৬টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি ট্রাফিক সূত্র আরো জানায়, উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ২৩৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার জন্য ৬২টি, হুইটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৮টি ও মাইক্রোবাসে কালো কাচ লাগানোর অপরাধে ৬টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া অভিযানের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৫১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। অপরদিকে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে ৪৫টি ভিডিও মামলা ও ২২টি সরাসরি মামলা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist