নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুলাই, ২০১৮

তিন সিটিতে অনিয়মের পুনরাবৃত্তি হবে না : মাহবুব

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘আমরা অতীতের ভুলভ্রান্তিগুলো চিহ্নিত করে ভবিষ্যতে পথ চলতে চাই। খুলনা ও গাজীপুরে যে নির্বাচন হয়েছে, সেখানে যেসব ভুলভ্রান্তি ছিল, সেগুলো আমরা চিহ্নিত করেছি। আগামীতে যে তিন সিটিতে নির্বাচন রয়েছে সেখানে যেন ওইসব ভুলের এবং যেসব অনিয়ম হয়েছে; সেসব অনিয়মের পুনরাবৃত্তি না হয়Ñ এ বিষয়টি আমরা দৃষ্টিতে রাখব।’ গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব তালুকদার এসব কথা বলেন।

তবে খুলনা ও গাজীপুরের নির্বাচন কেমন হয়েছেÑ সে বিষয়ে মন্তব্য করতে রাজি নন এই নির্বাচন কমিশনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অতীত টেনে আনতে চাই না। তবে অতীত থেকে শিক্ষা নিতে চাই। গাজীপুর সিটি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কমকর্তাদের দায়দায়িত্ব চিহ্নিত করা হচ্ছে।’ তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ইসির কি ভূমিকা ছিল, তা তুলে ধরার জন্য কাজ করা হচ্ছে। প্রতিবেদন তৈরি হলেই এ বিষয়ে জানা যাবে। তিন সিটিতে পুলিশের ভূমিকা কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ আমাদের সহায়ক শক্তি। ইসির এমন সক্ষমতা নেই যে নিজেদের লোক দিয়েই নির্বাচন করবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য পুলিশ বাহিনীকে অনুপ্রাণিত করতে হবে। দুই সিটি নির্বাচনে পুলিশের ভূমিকা কী ছিল, তাও তদন্ত চলছে।’ প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন চান উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘তার কথা মেনে নিয়ে আমরা কেন সুষ্ঠু নির্বাচন করতে পারব না? কেন আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন করব? এটা বুঝতে পারি না।’

তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে অনিয়মের বিষয়ে জানতে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে সাত দিন সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার কমিশন সভায় সিদ্ধান্ত হবে কমিশন কী করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist