নিজস্ব প্রতিবেদক

  ০২ জুলাই, ২০১৮

জামদানি আমাদের গর্বের ধন, ঐতিহ্যের অংশ : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘জামদানি বয়নশিল্প আমাদের গর্বের ধন ও ঐতিহ্যের অংশ। এটিকে জিইয়ে রাখা ও সমৃদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। জামদানি বয়নশিল্পীরা তাদের দুই হাতের ছোঁয়ায় যে অসাধারণ শিল্পকর্ম তৈরি করেন- তা এক কথায় অসাধারণ, তার কোনো তুলনা হয় না।’ গতকাল রোববার বিকেলে ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ঐতিহ্যবাহী জামদানি নকশা’ শীর্ষক অনন্য নকশা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়। আসাদুজ্জামান নূর বলেন, ‘জামদানি শিল্প বিশ্বের দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এর ব্যাপক চাহিদাও রয়েছে অথচ জামদানি শিল্পীরা ভালো অবস্থায় নেই। সরকার কৃষি, বিদ্যুৎ, শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে ভর্তুকি দিচ্ছে। একইভাবে সরকারিভাবে জামদানি বয়নশিল্পীদের ভর্তুকি দেওয়া যায় কি না- তা ভেবে দেখা হবে।’

তিনি বলেন, ‘জামদানি বয়নশিল্পীদের সমস্যা নিরসন, স্বার্থ সংরক্ষণ তথা জামদানি শিল্পের উন্নয়ন-প্রসারে শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ কারুশিল্প পরিষদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হবে। এ খাতে প্রয়োজনীয় গবেষণা কাজে সহযোগিতা করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist