বগুড়া প্রতিনিধি

  ০১ জুলাই, ২০১৮

শেরপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বগুড়ার শেরপুরে একটি জলাশয় খননকালে একটি মূল্যবান নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইলের গোর্তা গ্রামের একটি জলাশয় থেকে কালোপাথরের নারায়ণ মূর্তিটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানান, জলাশয়টি সংস্কার করার জন্য স্থানীয় বেশ কিছু দিনমজুর খনন কাজ করছিলেন। পুকুরের তলদেশের কাঁদামাটি খনন করার সময় এক পর্যায়ে তারা মূর্তিটির সন্ধান পায়। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নেয়। মূর্তিটি প্রায় ১২০ কেজি ওজনের। উচ্চতা ৪২ ইঞ্চি ও প্রস্থ ২৩ ইঞ্চি। এটি প্রাথমিকভাবে কষ্টিপাথরের নারায়ণ মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার হওয়া এই মূর্তিটি প্রত্নতান্ত্রিক সম্পদ। তাই প্রত্নতত্ত্ব অধিদফতরের মাধ্যমে এটি মহাস্থান যাদুঘরে পাঠানো হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist