চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ৩০ জুন, ২০১৮

দর্শনায় দেড় কেজি সোনা জব্দ

আটক এক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্টে কাস্টমস ক্লিয়ারেন্স নিতে গিয়ে কোটি টাকা মূল্যের এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১৩টি সোনার বারসহ ভারতগামী যাত্রী দেলোয়ার হোসেন শুল্ক গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার বেনাপোল শুল্ক রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের শুল্ক গোয়েন্দার একটি টিম সোনার বারগুলোসহ তাকে আটক করে। সে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার চরবিন্নি গ্রামের মৃত ওমেত শেখের ছেলে। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রনী দত্ত জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণের বার ভারতে চালান হবে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ইনসপেক্টর সাজিদসহ ৮ সদস্যের একটি টিম শুক্রবার দুপুর ১২ টা থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান করছিল। দুপুর ২ টার দিকে ভারতগামী বাংলাদেশি নাগরকি দেলোয়ার হোসেন কাস্টমস ক্লিয়ারেন্স নিতে গেলে তাকে আটক করে কাস্টমস অফিসে রাখা হয়। পওে বেলা আড়াইটার দিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিদের উপস্থিতে তার লাগেজ তল্লাশি করে অভিনবভাবে লুকিয়ে রাখা ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৪০০ গ্রাম। মূল্য ৭২ লাখ টাকা। পরে দর্শনা কাস্টমসে সোনার বারগুলো জমা দিয়ে আটক দেলোয়ার হোসেনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে সোনা চোরাচালানের মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist