নিজস্ব প্রতিবেদক

  ২৬ জুন, ২০১৮

মাদকবিরোধী অভিযানে ৩৫ দিনে গ্রেফতার ২২ হাজার, নিহত ১৫০

দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রতি রাতেই ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন কেউ না কেউ। এসব অভিযানে গ্রেফতারও হয়েছে হাজার হাজার মাদকসেবী কিংবা কারবারি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযানে কেউ পুলিশের সঙ্গে, কেউ র‌্যাবের সঙ্গে, কেউ আবার নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন। তবে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার পর একটি অডিও ঘিরে বদলে যায় প্রেক্ষাপট। কমে আসে বন্দুকযুদ্ধের সংখ্যা। তবে অভিযানের শুরু থেকে আজ পর্যন্ত প্রায় দেড়শ নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত সবাই মাদক কারবারি।

জানা গেছে, গত ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত এই ৩৫ দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ হাজার ৮৮৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময়ের মধ্যে মামলা হয়েছে ১৫ হাজার ৯৪৭টি। এদিকে গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত ৫২ দিনে মোট ৮০ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাব।

গতকাল সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস বলেন, সর্বশেষ ৩৫ দিনে ২৪ লাখ ৫৫ হাজার ৫৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার ২২৩ কেজি ৫৬৯ গাঁজা, ২ লাখ ৯৬ হাজার ৫৩৭ লিটার দেশি মদ, ৫৪ কেজি ১০৯ গ্রাম হেরোইন, ৪০ হাজার ৭৬১ বোতল ফেনসিডিল ও ২ হাজার ২৯৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকও জব্দ করা হয়েছে।

এদিকে র‌্যাব জানায়, গত ৩ মে র?্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে র?্যাবকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এরপর গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৪০৯টি অভিযান চালিয়ে ১ হাজার ৯০৩ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৬৩৯ গ্রাম হেরোইন, ৯ লাখ ৯৩ হাজার ২৫৪ পিস ইয়াবা, ৮ হাজার ৯৪৮ বোতল ফেনসিডিল, ৬৭৬ কেজি ৫৪৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ১৬৮ বোতল বিদেশি মদ ও ৪ লাখ ১২ হাজার ৯৬৮ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮০ কোটি টাকা।

অভিযান শুরু হওয়ার পর ‘বন্দুকযুদ্ধের’ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একাধিকবার বলেছেন, ‘যেখানে অবৈধ ব্যবসা, সেখানে অবৈধ টাকা, সেখানেই অবৈধ অস্ত্র। তাই এ ক্ষেত্রে জীবন বাঁচাতে গোলাগুলি হওয়াটা স্বাভাবিক। তবে কাউকে হত্যা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কাউকে হত্যা করছি না। যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist