নিজস্ব প্রতিবেদক

  ২৬ জুন, ২০১৮

ফের ইয়াবাসহ গ্রেফতার শ্যামলীর চালক-হেলপার

রাজধানীর সায়েদাবাদ থেকে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবারও শ্যামলী পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। তারা হলেনÑ বাস চালক আবদুল হালিম শেখ (৪২) ও হেলপার রনি মিয়া (১৯)। গতকাল সোমবার সকালে জনপদের মোড় সংলগ্ন মা-জননী হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার মিরপুরের ইস্টার্ন হাউজিং বেড়িবাধ সংলগ্ন বাইতুল নূর মসজিদের সামনে থেকে দুই হাজার ৪০১ পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করে র‌্যাব-২। এছাড়া গতকাল দুপুরে সাভার এলাকা থেকে ৫৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, গোপন সংবাদে জানা যায়, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮০৭) বড় একটি চালান নিয়ে রাজধানীতে প্রবেশ করছে। ওই সংবাদে সোমবার সকাল ১০টার দিকে সায়েদাবাদ জনপদের মোড় সংলগ্ল ‘মা-জননী হোটেলের’ সামনে শ্যামলী পরিবহনের ওই বাসকে থামিয়ে তল্লাশি করে চালকের আসনের ডান পাশ থেকে সাত হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো একটি পার্সেলের মধ্যে ছিল। এ ঘটনায় জড়িত বাস চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কক্সবাজারের স্থানীয় বাসিন্দা মামুন (৩২) নামের একজন মাদক কারবারি তিন হাজার টাকার বিনিময়ে একটি পার্সেল সায়েদাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে বলে।

তার কথা মতো পার্সেলটি গাড়ির চালকের আসনের ডান পাশে রাখা হয়।

এদিকে র‌্যাব-৪ থেকে জানানো হয়, গতকাল সোমবার দুুপুর সাড়ে ১২টায় সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেন (২৮) নামের একজন মাদক কারবারিকে ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে একই এলাকার দেওগাঁও থেকে রতন (৩৫) নামের একজনকে ৩৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা সাভার এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‌্যাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist