নিজস্ব প্রতিবেদক

  ২৩ জুন, ২০১৮

এমপিপুত্রের গাড়িচাপায় মৃত্যুতে আপসের প্রস্তাব

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পরিবারের মালিকানাধীন একটি গাড়ির চাপায় প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য এমপির পক্ষ থেকে টাকার বিনিময়ে আপসের প্রস্তাব পেয়েছে নিহতের পরিবার। গত মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনায় নিহত সেলিম ব্যাপারীর (৫৫) পরিবার বলছে, অন্তত ‘মাস চলার মতো’ কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের।

নিহত সেলিম ব্যাপারী দুই যুগের বেশি সময় ধরে নাওয়ার প্রোপার্টিজের গাড়িচালক হিসেবে চাকরি করে আসছিলেন। গত মঙ্গলবার রাতে ঢাকার বিমানবন্দর সড়কে একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। ওই গাড়ির মালিক নোয়াখালী সদরে আওয়ামী লীগের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিউলী। এই সাংসদপতœী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। দুজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, দুর্ঘটনার সময় ওই গাড়িটি চালাচ্ছিলেন সাংসদপুত্র শাবাব চৌধুরী। অন্যদিকে, শাবাবের মায়ের ভাষ্য, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তাদের একজন ড্রাইভার, শাবাব নয়। সেলিম ব্যাপারী যেখানে চাকরি করতেন, সেই নাওয়ার প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন বলেন, এমপি এমরানুল করিম চৌধুরী বৃহস্পতিবার রাতে তাকে ফোন করে ‘সমঝোতার প্রস্তাব’ দেন। ‘তিনি চান, নিহতের পরিবারের পাশে থাকার বিনিময়ে তারা কাফরুল থানায় করা মামলা প্রত্যাহার করে নেবে। ফোনে কথা বলার পর এমপি সাহেব আমার বারিধারার অফিসে লোক পাঠিয়েছিলেন সমঝোতার বিষয়ে আলোচনার জন্য।’ ইমরান হোসেন জানান, সাংসদ বা তার পরিবার বা পুলিশের কেউ ওই বৈঠকে ছিল না। তবে নিহত সেলিম ব্যাপারীর স্ত্রী, মেয়ে, মেয়ের জামাইসহ কয়েকজন আত্মীয় সেখানে ছিলেন। ‘সেলিম ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পরিবার যেন বাঁচতে পারে সেজন্য ৩০ লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করে দিতে এমপি সাহেবকে অনুরোধ করেছি।’সেলিমের পরিবার সমঝোতায় রাজি কি না জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা পয়সা দিয়ে তো জীবনের দাম হবে না। আবার মামলা চালিয়েই বা কী হবে? পরিবারটির দিকে তাকিয়েই মূলত এমপি সাহেবের সমঝোতার প্রস্তাবে সাড়া দিয়েছি। এমপি সাহেব কথা দিয়েছেন, দুই একদিনের মধ্যে এর মীমাংসা করবেন। তার প্রতি আমরা আস্থা রেখেছি।’

সমঝোতার বিষয়ে জানতে চাইলে সেলিম ব্যাপারীর মেয়ের জামাই আরিফ ভূঁইয়া বলেন, ‘গতকাল রাতে ইমরান স্যারের অফিসে আমরা এমপি সাহেবের লোকজনের সঙ্গে সমঝোতার বিষয়ে কথা বলেছি। এখানে ইমরান স্যার যা সিদ্ধান্ত দেবেন সেটাই আমাদের পরিবারের সিদ্ধান্ত।’

সমঝোতার প্রস্তাবের বিষয়ে সংসদ সদস্য একরামুল করিম ও তার স্ত্রী কামরুন্নাহার শিউলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

সেই রাতে দুর্ঘটনার পর গাড়ি অনুসরণ করে ন্যাম ভবনে গিয়ে এর সঙ্গে এমপিপুত্র শাবাবের ‘সম্পৃক্ততার কথা’ জানতে পারেন শামীম আশরাফি নামে ধানমন্ডি এলাকার এক ব্যবসায়ী। তিনি কাফরুল থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন।

‘কিন্তু শাবাব তাকে বলেন, আমরা সোসাইটির কোন লেভেল মেইনটেইন করি তা তো জানো। তোমরা চলে যাও। এমনটা হতেই পারে। এরপর মোটরসাইকেল আরোহীকে উদ্দেশ করে উনি বলেন, ওর ফোনে ভিডিও আছে, তাই নিয়েছি। কত কোটি টাকা লাগবে বল, বিষয়টা তোমরা চেপে যাও।’

এদিকে, গাড়িচাপায় একজনের মৃত্যুর পর মামলা হলে টাকার বিনিময়ে আপস রফার আইনি বৈধতা আছে কি না- সে প্রশ্নও উঠেছে। ফৌজদারি মামলার অভিজ্ঞ আইনজীবী প্রকাশ বিশ্বাস বলেন, ‘এটি জামিনযোগ্য মামলা হলেও আপসযোগ্য নয়। মামলায় বাদীর টেকনিক্যাল সাক্ষ্য দিয়ে বাদীকে রিলিফ নিতে হবে।’

তবে পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যেহেতু নিহতের পরিবারের আর্থিক অবস্থা ভালো না, বেশি দিন মামলা চালানোর সামর্থ্য তাদের নেই, সেহেতু অর্থের বিনিময়ে সমঝোতার একটি সম্ভাবনা এখানে আছে।

‘গাড়ির নম্বর দেখে আগামী রোববার বিআরটিএ থেকে কাগজপত্র তোলা হবে। এরপর গাড়িটি জব্দ করে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist