মোংলা প্রতিনিধি

  ২১ জুন, ২০১৮

মোংলা বন্দরে মজুরি বৃদ্ধি

বাগেরহাটের মোংলা বন্দরে আসা সমুদ্রগামী জাহাজের মালামালবোঝাই ও খালাস কাজে নিয়োজিত শ্রমিক, ক্যাজুয়াল কর্মচারী ও নিরাপত্তা প্রহরীদের (ওয়াচম্যান) শ্রমমজুরি শতকরা ২৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মজুরি বৃদ্ধি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ জুলাই থেকে বর্ধিত এই শ্রমমজুরি কাঠামো কার্যকর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক। সভায় তালুকদার আবদুল খালেক বলেন, শ্রমিক, কর্মচারী ও ওয়াচম্যানদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় স্টিভিডরস অ্যাসোসিয়েশন (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান), মোংলা বন্দর কর্তৃপক্ষ ও শ্রম অধিদফতরসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে বন্দরে নিয়োজিত কর্মীদের শ্রমমজুরি ২৫ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ জুলাই থেকে এই শ্রমমজুরি চালু করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist