চট্টগ্রাম ব্যুরো

  ২১ জুন, ২০১৮

চট্টগ্রামে মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত আকবর শাহ থানাধীন ‘শহীদ লেন বস্তির’ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথমপর্যায়ে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান শুরু করে আকবর শাহ থানা পুলিশ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিস সহযোগিতা করে। জানা গেছে, রেলওয়ের মালিকানাধীন শহীদ লেন বস্তিটি লম্বায় প্রায় ১০ কিলোমিটার। সেখানে মনির নামের এক মাদক ব্যবসায়ীর নেতৃত্বে অসংখ্য ঘরে মাদক বিক্রির পাশাপাশি মাদক সেবনের আসরও বসে। ওই বস্তিতে থাকা প্রায় ৫০০ ঘরের মধ্যে শতাধিক ঘর বুধবারের অভিযানে উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক বলেন, বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে বস্তিটিতে তৈরি করা ঘরে মাদক বিক্রি হচ্ছিল। এ ধরনের শতাধিক ঘর উচ্ছেদ করা হয়েছে। পুরো উচ্ছেদ করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist