খুলনা ব্যুরো

  ১৪ জুন, ২০১৮

খুলনায় জুট স্পিনার্স মিলস

বকেয়া পরিশোধে টালবাহানা : খালি হাতে ফিরল শ্রমিকরা

ঈদের আগেই শ্রমিকদের বকেয়া পরিশোধে জেলা প্রশাসক ও শ্রম অধিদফতরের নির্দেশ থাকা সত্ত্বেও পরিশোধ করা হয়নি খুলনার শিরোমনির ব্যক্তি মালিকানা জুট স্পিনার্স মিলের শ্রমিকদের পাওনা। এমনকি দুই দফায় নোটিস দিয়েও বকেয়া পরিশোধ করা হয়নি। নোটিস পেয়ে শ্রমিকরা মিলগেটে হাজির হলেও প্রধান ফটক বন্ধ থাকায় খালিহাতে ফিরতে হয়েছে। অপরদিকে, শ্রমিকদের নিয়ে মালিক পক্ষের টালবাহানা এবং মিল সিবিএ ও দাবি আদায় কমিটির রহস্যময় ভূমিকায় চরম অসন্তোষ বিরাজ করছে। সূত্র মতে, ১২ জুন মঙ্গলবার বন্ধকৃত এই জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা থেকে শ্রমিকদের দুই সপ্তাহের এবং কর্মচারী ও কর্মকর্তাদের ১ মাসের পরিশোধের কথা ছিল। মালিক পক্ষের দেওয়া নোটিসে পেয়ে কিছুটা স্বস্থি নিয়ে শ্রমিকরা জড়ো হতে থাকে মিলগেটে। কিন্তু মিলের প্রধান ফটক বন্ধ এবং বকেয়া পরিশোধের কোনো আয়োজন না দেখে শ্রমিকরা কেঁদে ফেলেন। সারা দিন অপেক্ষা শেষে বিল না পেয়ে খালি হাতে ফিরতে হয় তাদের।

উল্লেখ্য, লাভজনক এই প্রতিষ্ঠানটির ২০১৬ সালের ১ জুন উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমিকদের ৮৬ সপ্তাহের মজুরি, কর্মচারীদের ২৬ মাসের বেতন, কর্মকর্তাদের ২৭ মাসের বেতন, ৩টি বোনাস, পদত্যাগকৃত শ্রমিকদের ইন্স্যুরেন্স, মজুরি কমিশনের এরিয়ার টাকা, ইনক্রিমেন্ট এরিয়া ও গ্রাচ্যুটিসহ প্রায় ১৩ কোটি টাকা বকেয়া রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist