নিজস্ব প্রতিবেদক

  ০৯ জুন, ২০১৮

যানজট কমাতে মেঘনায় বিশেষ ফেরি চালু ১২ জুন

ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে যানজট কমাতে গাড়ি পারাপারে বিশেষ ফেরি ১২ জুন চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে বিশেষ ফেরি সার্ভিস চালুর অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপৎকালীন কিছু সময়ের জন্য মেঘনা এবং গোমতী নদীর ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছি। ১২ জুন থেকে মেঘনায় বিশেষ এই ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। ১৮টি গাড়ি এই ফেরিগুলো বহন করতে পারবে, ১০টার মতো ট্রাক বহন করা যাবে।’ তবে গোমতী নদীতে ঈদুল আজহার সময় ফেরি সার্ভিস চালু করার লক্ষ্য নির্ধারণের তথ্য জানিয়ে সড়কমন্ত্রী বলেন, ‘গোমতীতে ফেরি সার্ভিস চালু হওয়াটা কঠিন, স্যানিটেশন হয়ে গেছে। নৌপরিবহন মন্ত্রণালয়কে জানিয়েছি। ড্রেজিংয়ের ব্যাপারটা যেন তারা তাড়াতাড়ি করে।’ ডিসেম্বরের মধ্যে নির্মাণাধীন চার লাইনের মূল সেতু চালুর আশ্বাস দেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এই সেতু চালু হলে সাড়ে তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রামে চলাচল করা যাবে। মেঘনা সেতুর টোল প্লাজায় সময়ক্ষেপণের কারণে সৃষ্ট যানজট নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘টোলে ভাংতি টাকা একটা সমস্যা। এটা এখন আমি দাঁড়িয়ে দেখলাম যে এখানে টাকাটা ভাংতি না থাকলে লেনদেন হতে হতেই সময় চলে যায়।’ সেতুতে যানজট কমাতে টোল পরিশোধের সময় ভাংতি টাকা সঙ্গে রাখার পরামর্শ দিয়ে সড়কমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে আরো প্রচারের দরকার আছে। নির্দিষ্ট পরিমাণ টোলের টাকা নিয়ে যেন টোল প্লাজায় সহজ অতিক্রমের সুযোগ হয়, সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে।’ ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বড় বলেই বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়াটা একটু বেশি হবে বলে মন্তব্য করেন কাদের। তবে তিনি এই বাজেটকে নির্বাচনী বাজেট বলতে চান না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist