নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ০৬ জুন, ২০১৮

প্রতিদিনের সংবাদে প্রতিবেদন প্রকাশের পর

রূপারচরে পুলিশের সাঁড়াশি অভিযান

ঢাকার নবাবগঞ্জের মদের রাজ্য হিসেবে পরিচিত শোল্লা ইউনিয়নের রূপারচরে গত সোমবার রাতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচজনকে আটক করা হয়। গত সোমবার প্রতিদিনের সংবাদে ‘মদের রাজ্য রূপারচর’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর এই অভিযান চালায় পুলিশ। আটককৃতরা হলেন স্থানীয় মৃত আ. মজিদ বেপারীর ছেলে কাশেদ (৪৮), আকমত (৪৫), কাশেদের ছেলে জহুরুল (২২), রবিউলের ছেলে সুমন (১৮) ও একই এলাকার জালাল। তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিদিনের সংবাদের এই প্রতিবেদকও সফরসঙ্গী ছিলেন। সোমবার রাত ১১টায় সিনিয়র এএসপি মাহবুবুর রহমান ও থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্য রূপারচরের উদ্দেশ্যে রওনা হন। পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মদ ব্যবসায়ী কাশেদ, আকমত, জহুরুল, সুমন ও জালালকে আটক করে। পুলিশের উপস্থিত টের পেয়ে অধিকাংশ মদ বিক্রেতারা পালিয়ে যায়। তবে কয়েকটি বাড়িতে গিয়ে মদ তৈরির বিভিন্ন প্রমাণ পায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ ব্যাপারে অভিযানের নেতৃত্বদানকারী দোহার সার্কেল এএসপি মাহবুবুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিল রূপারচরে বিপুল পরিমাণ মদ মজুদ করা হয়েছে। এছাড়া পত্রিকায় সংবাদ পেয়ে সেই তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়েছি। নবাবগঞ্জের প্রতিটি মাদক স্পটে অভিযান চালানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist