মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

  ০৩ জুন, ২০১৮

জটিল রোগে ভুগছেন এক পরিবারের ৫ জন

অর্থাভাবে মিলছে না চিকিৎসা

কুমিল্লা মুরাদনগর উপজেলায় জটিল রোগে আক্রান্ত একই পরিবারের পাঁচ সদস্য। অর্থাভাবে সুচিকিৎসা করাতে পারছেন না তারা। উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আলালেরকান্দি গ্রামের হতদরিদ্র দিনমজুর দুলাল মিয়ার পাঁচ সদস্যের পরিবারের পাঁচজনই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।

২০১৩ সালে দুলাল মিয়া (৪৭) নিজে প্রথমে পাকস্থলীতে পাথরে আক্রান্ত হয়। পরে একে একে গলায় থাইরক্স, মেরুদন্ডের হাড় ক্ষয় ও এক হাত প্যারালাইসেসে আক্রান্ত হয়, যাতে করে যেকোনো সময় লিভার ক্যানসারে আক্রান্ত হতে পারে। স্ত্রী মলেকা বেগম (৩৮) গত তিন বছরে তিনবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, মা মকবুরের নেছা (৫৮) গত ১৫ বছর থেকে হৃদরোগে আক্রান্ত, ভাই সোহেল রানা (৩৮) প্রতিবন্ধী হলেও জোটেনি প্রতিবন্ধী কার্ড ও ছেলে শান্ত (১৫) ২০১৫ সাল থেকে গলায় টিউমারে আক্রান্ত। পিতা সফিকুল ইসলাম সবুজ ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হলে অর্থাভাবে চিকিৎসা না করতে পারায় মৃত্যু হয়। রিকশা চালিয়ে সংসার ও পরিবারের সকল সদস্যের চিকিৎসা চালাতেন তিনি। চিকিৎসার জন্য কিছুদিন আগে মাথা গোঁজার একমাত্র সম্পদ বাড়িটি বিক্রি করে বর্তমানে অন্যের বাড়িতে বসবাস করছেন। দুলাল মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, আমিই পরিবারের মধ্যে একমাত্র উপার্জনকারী। নিজে এখন জটিল রোগে আক্রান্ত হওয়ায় এখন আর উপার্জন করতে পারি না। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে সর্বস্বান্ত হয়ে পড়েছি। বর্তমানে রোগাক্রান্ত সন্তান ও আমার পরিবারের রোগাক্রান্ত সদস্যদের নিয়ে খুব অর্থ কষ্টে আছি। তিনি তার পরিবারদের বাঁচার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীসহ হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist