সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৩ জুন, ২০১৮

কাজীপুরের মাটি আর যমুনায় বিলীন হবে না : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কাজীপুরে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যমুনা নদীর ভাঙন প্রতিরোধে ৪৬৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। পানি উন্নয়ন বিভাগ এরই মধ্যে কাজ শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে সিরাজগঞ্জ ও কাজীপুরের এক ইঞ্চি জমিও আর যমুনায় বিলীন হবে না। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের উন্নয়নের সরকার। দেশের আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। গতকাল শনিবার কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস মাঠে ইফতারপূর্ব এক সমাবেশে এ কথা বলেছেন।

কাজীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাকার। সমাবেশে সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, দলের সাধারণ সম্পাদ খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম তালুকদার মধু, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি মাইজবাড়িতে মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল ও এফডব্লিউভিটিআই সেন্টার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সমাবেশে মোহাম্মদ নাসিম দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে বলেছেন, গ্রামগঞ্জেও মাদকের ভয়াল থাবায় পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে মাদক সেবন ও ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এই অভিযান নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist