আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি

  ৩১ মে, ২০১৮

শিক্ষা ও মানবসেবায় শাহজাহান ভূঁইয়ার অবদান

শিক্ষা প্রসার ও মানবসেবায় অবদান রেখে চলেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শিল্পপতি মো. শাহজাহান ভূঁইয়া। তিনি নিজের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা করেন। শাহজাহান ভূঁইয়ার বাড়ি উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দাদঘর গ্রামে। নিজ ইউনিয়নে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সহযোগিতা করে যাচ্ছেন।

মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তিনি। প্রতিবছর তিনি গরিব-মেধাবী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেন। এ ছাড়াও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছেন এই বিদ্যোৎসাহী ব্যক্তি। তার সহায়তায় চলে দাদঘর কেয়ারী দাখিল মাদ্রাসা। এ ছাড়া তিনি পঞ্চগ্রাম স্কুল অ্যান্ড কলেজ গর্ভনিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি নিজের টাকায় পঞ্চগ্রাম শাহজাহান ভূঁইয়া ডিগ্রি কলেজ (প্রস্তাবিত) পরিচালনা করচ্ছেন। নিজ ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী শাহ শরীফ ডিগ্রি কলেজে প্রায় শতাধিক শিক্ষার্থীকে প্রতিবছর বৃত্তি দেন তিনি। নয়নপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়েও তিনি সহযোগিতা করেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র পরিবারের সন্তান আরিফ ও শরীফের স্কুলের বেতন তিনিই চালিয়েছেন। এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তিনি নিজ গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করছেন। হাসপাতালটির নির্মাণকাজ চলমান। শিল্পপতি শাহজাহান ভূঁইয়া জানান, শিক্ষা ক্ষেত্রে কাজ করতে আমার খুব ভালো লাগে। এলাকার মানুষকে সহযোগিতা করতে পারলে আনন্দ পাই। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আমি আমার এলাকার মানুষকে সহযোগিতা করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist