রাজশাহী ব্যুরো

  ২৭ মে, ২০১৮

রাজশাহীর ২১টি হাইস্কুলে চলছে উন্নয়ন কার্যক্রম

রাজশাহী মহানগরীতে চলতি মাসেই শুরু হচ্ছে ২১টি উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম। এর মধ্যে ১১টি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও অবশিষ্ট বিদ্যালয়গুলোর ভার্টিক্যাল সম্প্রসারণ হবে। এর মধ্য দিয়ে রাজশাহী নগরীর স্কুলগুলোর সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হবে। নগরীর উন্নয়ন কার্যক্রম শুরু হওয়া বিদ্যালয়গুলো হলোÑ মিশন উচ্চ বালিকা বিদ্যালয়, কোর্ট একাডেমি, আটকোষী উচ্চ বিদ্যালয়, রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ছোটবনগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, জাতীয় তরুণ সংঘ একাডেমি, সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ মখদুম উচ্চ বিদ্যালয়, হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, সায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, মুসলিম হাই স্কুল, বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়, শিরোইল কলোনি হাই স্কুল, আদর্শ উচ্চ বিদ্যালয়, মেডিকেল কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, ভোলানাথ বিবি হিন্দু একাডেমি, অগ্রণী স্কুল ও কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল ও কলেজ। শিক্ষা প্রকৌশল বিভাগ এসব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

রাজশাহী নগরীর শতভাগ স্কুলের উন্নয়ন কার্যক্রম এমপি ফজলে হোসেন বাদশার শিক্ষার প্রতি অনুরাগের কারণেই এটি সম্ভব হয়েছে বলে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন। তাদের মতে, এর মধ্যে দিয়ে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, যা ইতোপূর্বে কেউ করতে পারেননি। এর আগেও তিনি রাজশাহী নগরীর সব স্কুল-কলেজ ও মাদ্রাসার উন্নয়ন করেছেন।

এ ব্যাপারে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, নগরীর উল্লিখিত স্কুলগুলোর উন্নয়নের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্রই পাল্টে যাবে। তিনি আরো বলেন, চলতি অর্থবছরে আরো বেশকিছু স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে রাজশাহী নগরীর শতভাগ স্কুলের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist