চট্টগ্রাম ব্যুরো

  ২৭ মে, ২০১৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনেক সুদৃঢ় : জাবেদ

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনেক সুদৃঢ় মন্তব্য করে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, অতীতে বাংলাদেশে অনেক সরকার এসেছিল। তারা ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল। সম্পর্কটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। গতকাল শনিবার চট্টগ্রামের মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততিদের ভারত সরকারের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশে অনেক সরকার এসেছিল। তারা ভারতের সঙ্গে অনেক ভুল বোঝাবুঝি তৈরি করেছিল। তাদের সেই প্রচেষ্ট সফল হয়নি। বরং স্বাধীনতার ৪৭ বছর পর দুই দেশের সম্পর্ক এখন অনেক সুদৃঢ়। এটা সম্ভব হয়েছে একমাত্র স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেন, শহীদের রক্ত ও আত্মদানের ভিত্তির ওপর ভারত-বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হয়েছে। কোনো অপশক্তি এই বন্ধনকে ছিন্ন করতে পারবে না। এ বছর চট্টগ্রাম বিভাগে স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৭২ জনকে বৃত্তি দেওয়া হচ্ছে। অনুষ্ঠান মঞ্চে চট্টগ্রামের ভারতের সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব শুভাশীষ সিনহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২০ জনের হাতে চেক তুলে দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত বাকিদের কাছে চেক পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist