চট্টগ্রাম ব্যুরো

  ২২ মে, ২০১৮

স্কুলছাত্রী তাসফিয়া ‘হত্যা’

তৃতীয় পক্ষের ইন্ধনে সন্দেহ বাবার

চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিনের (১৬) ‘হত্যার’ সঙ্গে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে বলে সন্দেহ করছেন তার বাবা মোহাম্মদ আমিন। তবে সেই তৃতীয় পক্ষ কারা- সে বিষয়ে কিছু জানাননি তিনি। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান মোহাম্মদ আমিন। সংবাদ সম্মেলনে তাসফিয়ার বাবা আমিনের দাবি, তার মেয়ে তাসফিয়াকে কিছু চিহ্নিত নরপশু মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা করেছে। তাসফিয়া হত্যায় তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কিনা বা পরোক্ষভাবে সম্পর্কিত কিনা- সে বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তাসফিয়ার বাবা।

এদিকে তাসফিয়া হত্যা মামলায় তার বন্ধু আদনান মির্জাকে দুই দফা রিমান্ডের আবেদন করে পুলিশ। গত ৫ মে প্রথম দফায় রিমান্ড নামঞ্জুর করে গাজীপুর কিশোর সংশাধন কেন্দ্রের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় শিশু আদালতের বিচারক। দ্বিতীয় দফা রিমান্ড আবেদনের শুনানি আগামী ৩১ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বলেন, আদালতের প্রতি সীমাহীন শ্রদ্ধা রেখে একজন বাবা হিসেবে বলতে চাই, অপরাধীর বয়স বিবেচনা না করে অপরাধ বিবেচনা করে পুনরায় রিমান্ড মঞ্জুর করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের সুযোগ দিন। বিগত দিনে এ ধরনের রিমান্ড মঞ্জুরের নজির দেশে রয়েছে বলেও দাবি করেন তিনি। তাসফিয়ার ভিসেরা প্রতিবেদনের ওপর এই ‘হত্যাকান্ডের’ বিচার নির্ভর করছে জানিয়ে প্রতিবেদনটি যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়- এ ব্যাপারে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন তাসফিয়ার বাবা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist