চট্টগ্রাম ব্যুরো

  ২১ মে, ২০১৮

ঝুঁকি এড়াতে পাহাড় থেকে বসতি উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন রেলওয়ে কলোনি এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ বসতঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবাইর আহমেদ।

জেলা প্রশাসন সূত্র জানায়, বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতেই পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী বসতি উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। অভিযানের আগে ওই এলাকায় পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর ভেঙে ফেলা হয় বসবাসকারীদের ঘর। অভিযানে পুলিশসহ সংশ্লিষ্ট সেবা সংস্থার কর্মীরা সহযোগিতা করে।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবাইর আহমেদ বলেন, মাইকিং করে অবৈধ স্থাপনা ও বসতঘর সরিয়ে নিতে প্রচারণা চালানো হয়েছিল। এরপর তারা অন্যত্র চলে না যাওয়ায় অভিযান চালানো হয়েছে। অভিযানে অর্ধশত বসতঘর উচ্ছেদের পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist